Posts

ম্যাচ হেরে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন হৃদয়

Image
  নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান করাটা অনেক কঠিন। সেটা এতটাই কঠিন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুই দাপুটে ব্যাটসম্যান ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেনের ব্যাটও কথা বলে না। বাংলাদেশের বিপক্ষে কাল ওয়ানডে মেজাজে খেলে মিলার করেছেন ৩৮ বলে ২৯, হাইনরিখ ক্লাসেন ৪৪ বলে করেছেন ৪৬ রান। ক্লাসেন তো এমন ইনিংস খেলে ম্যাচসেরাই হয়েছেন। এমন উইকেটে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। অথচ এখানেই কিনা ‘আম্পায়ারের ভুলে’ কাল চারটি রান পায়নি বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ হেরেছেও ৪ রানে। বাংলাদেশের দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে রাখঢাক না করেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাটি ম্যাচের ১৭তম ওভারের। পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগেই অবশ্য এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপর মাহমুদউল্লাহ রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করেনি। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেড হয়ে যাওয়ায় লেগ বাই হিসেবে ৪ রান পায়নি বাংলাদেশ। এ নিয়ে হৃদয় বলেছেন, ‘সত্যি বলতে, সেটি ভা...

শেষ পর্যন্ত তীরে এসে তরী ডোবল টাইগারদের

Image
  বল হাতে দক্ষিণ আফ্রিকাকে অল্পেই বেঁধে ফেলার পর জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে আরো একবার তীরে এসে তরী ডুবিয়েছে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচটি হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ছয় উইকেটে ১১৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের জয় ৪ রানে। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। কেশভ মহারাজের করা প্রথম বল হয় ওয়াইড। পরের বলে আসে ১ রান। দ্বিতীয় বলে ২ রান নেন জাকের। তৃতীয় বলে আউট হন তিনি। তিন বলে ৭ রান প্রয়োজন, এ অবস্থায় লেগ বাই থেকে আসে ১ রান। পঞ্চম বলে রিয়াদ আউট হলে লক্ষ্য দাঁড়ায় এক বলে ৬ রান। সেই বলে ১ রানের বেশি নিতে পারেননি তাসকিন আহমেদ। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। দলের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাদাকে দুই বলে টানা দুটি চার হাঁকান তামিম। তবে তার করা ওভারের শেষ বলে উইকেটের পিছে ধরা পড়েন এ ওপেনার। শুরুতেই উইকেট হারানোর পর দলের ...

রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে হারাল ভারত

Image
  নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অভিযোগের অন্ত নেই। নতুন তৈরি স্টেডিয়ামটিতে প্রথম ম্যাচ থেকে রান করতে হাঁসফাঁস করছেন ব্যাটাররা। ব্যতিক্রম হলো না গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচও। বোলাররাই রাজত্ব করলেন ম্যাচজুড়ে। আর তাতে শেষ হাসি ভারতের। অথচ বোলারদের দাপটে ভারতকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু এই রান তাড়া করতে গিয়েও তালগোল পাকিয়ে শেষ পর্যন্ত ম্যাচটাই হেরে গেছে পাকিস্তান।  চতুর্থ ব্যাটার হিসেবে মোহাম্মদ রিজওয়ান যখন আউট হয়ে ফিরছেন, পাকিস্তানের রান তখন ৮০। শেষ ৩৬ বলে ছয় উইকেটে জয়ের জন্য ৪০ রান দরকার ছিল পাকিস্তানের। আরো তিন উইকেট হারিয়ে ছয় রান দূরে থাকতে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের পক্ষে তিনটি উইকেট নেন জসপ্রিত বুমরাহ। দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়ে কোণঠাসা ছিল পাকিস্তান। চতুর্দিক থেকে স্রোতের মতো ধেয়ে আসছিল সমালোচনা। ভারতের বিপক্ষে ছয় রানের হার নিশ্চিতভাবেই আরো ভারি করবে পাকিস্তানের ড্রেসিংরুম। ম্যাচটা একচ্ছত্র ফেভারিট হিসেবেই শুরু করেছিল ভার...

পাকিস্তানের বোলিং তোপে অল আউট ভারত

Image
  ভারত-পাকিস্তান লড়াই মানেই আলাদা উত্তেজনার পরশ। যুক্তরাষ্ট্রে চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যেখানে আগে ব্যাট করতে নেমে অল্পেই অল আউট হয়ে গেছে টিম ইন্ডিয়া। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ১৯ ওভারে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে ভারত। আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসিম খানের করা প্রথম বলেই চার হাঁকান কোহলি। তবে এক বলের ব্যবধানে আউট হন তিনি। পরের ওভারে শাহিন শাহ আফ্রিদির শিকার হন ১৩ রান করা রোহিত শর্মা। তৃতীয় উইকেটে ৩৯ রান যোগ করেন আক্সার প্যাটেল ও রিশাভ পান্ট। ২০ রানে আক্সার ফেরার পর সূর্যকুমার যাদবও ৭ রানে আউট হন। একপ্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন পান্ট। তাকে ৪২ রানে পরাস্ত করেন মোহাম্মদ আমির। পরের বলে জাদেজাকেও ফেরান এ পেসার। হার্দিক পান্ডিয়াসহ কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। সবাই আসা যাওয়ার মাঝেই ব্যস্ত ছিলেন। ভারতকে নাস্তানাবুদ করার দিনে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ ও নাসিম সাহ। দুজনই তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ আমির দুটি ও শাহিন শাহ আফ্রিদি এ...

বাংলাদেশকে বিশ্বকাপের সুপার এইটে যেভাবে দেখছেন সুজন

Image
 ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ফলে এখন তাদের সামনে হাতছানি দিচ্ছে সুপার এইটে ওঠার সুযোগ। দেশ ছাড়ার আগেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে দুজনেই বলেছিলেন দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) খেলার লক্ষ্যের কথা। যদিও এরপর তারা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজে হেরে ব্যাকফুটে চলে যায়। সে অবস্থায় লঙ্কানদের বিপক্ষে জয়টা আশা জোগাচ্ছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজকেও। গতকাল শনিবার মিরপুরে বিসিবির এই পরিচালক বলেন, ‘জয় তো জয়ই। টেবিলের তিন নম্বরে আছি, এক ম্যাচে দুই পয়েন্ট নিয়ে। তবে যদি আপনি যদি বলেন…তৃপ্তির জয় না। অবশ্যই এর চেয়ে ভালোভাবে পার হয়ে যাওয়া উচিৎ ছিল আমাদের। সেই দলই আমরা, এর চেয়েও ভালো দল। আমি মনে করি ১২৫ রান অতিক্রম করতে গিয়ে আমাদের এতো কষ্ট করা দরকার ছিল না।’ সুজন বলেন, ‘যেহেতু আমরা একটু চাপে ছিলাম। আমেরিকার সঙ্গে দুটি ম্যাচ হারলাম, ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটাও শেষ করতে পারিনি (জয় দিয়ে)। অবশ্যই আমাদের ব্যাটিং গ্রুপ একটু চাপে ছিল। লিটন, সৌম্য, শান্তকে নিয়ে অনেক কথা হচ্ছিল। চাপে ছিল যে এটা ওদের চেহারা ...

ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে খেলায় পার্থ্যক্য গড়ে দিতে পারেন যারা

Image
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সফর বন্ধ এক যুগের বেশি সময়। তবে বৈশ্বিক প্রতিযোগিতায় ঠিকই তাদের সাক্ষাৎ হয়। আজ রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে দুদল। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচের আগে দুদলই গ্রুপ পর্বে একটি করে ম্যাচ খেলেছে। ভারত আয়ারল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে হেরে অঘটনের শিকার হয়েছে। এ ম্যাচের আগে দুদলের বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে ফোকাস থাকবে। যারা খেলায় পার্থ্যক্য গড়ে দিতে পারেন। বিরাট কোহলি বনাম মোহাম্মদ আমির: টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত বিরাটকে আউট করতে পারেননি আমির। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত বিরাটকে দুবার আউট করেছেন তিনি। দুবারই ওয়ানডে ক্রিকেটে। একবার ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে। সেবার আমির একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলকে। আর একবার ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে বিরাটের উইকেট নেন আমির। আর আমিরের বিপক্ষে খেলা ৬০ বলে বিরাট করেছেন মাত্র ৫৬ রান। মেরেছেন সাতট...

মাহমুদউল্লাহকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অবজ্ঞা, নিয়ে যা বললেন হার্শা।

Image
 শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে। টস হেরে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান স্কোর বোর্ডে জমা করে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯ ওভারে ১২৫ রান তুলো বাংলাদেশের জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ। ফলে ২ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। জয়ের পর মাহমুদউল্লাহকে জড়িয়ে ধরে চন্ডিকা হাথুরু সিংহ। খানিক বাদে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও দিয়েছেন বাংলাদেশের এই ম্যাচ জয়ের নায়ক। দুজনের অভিব্যক্তিই বলে দিচ্ছিল লঙ্কানদের বিপক্ষে এই জয় কতটা স্বস্তি দিচ্ছে বাংলাদেশের ড্রেসিং রুমে। বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মত ছোট দলের কাছে হেরে বাংলাদেশের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই জয় জন্য আরাধ্য এক স্বপ্ন জয়ের মতো। এই ম্যাচে ক্ষণে ক্ষণে ছিল নাটকীতা। এই জয়ে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। নায়কের ভূমিকায় ধাপে ধাপে হাজির হ...