পাকিস্তানের বোলিং তোপে অল আউট ভারত

 


ভারত-পাকিস্তান লড়াই মানেই আলাদা উত্তেজনার পরশ। যুক্তরাষ্ট্রে চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যেখানে আগে ব্যাট করতে নেমে অল্পেই অল আউট হয়ে গেছে টিম ইন্ডিয়া।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ১৯ ওভারে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে ভারত।


আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসিম খানের করা প্রথম বলেই চার হাঁকান কোহলি। তবে এক বলের ব্যবধানে আউট হন তিনি।


পরের ওভারে শাহিন শাহ আফ্রিদির শিকার হন ১৩ রান করা রোহিত শর্মা। তৃতীয় উইকেটে ৩৯ রান যোগ করেন আক্সার প্যাটেল ও রিশাভ পান্ট। ২০ রানে আক্সার ফেরার পর সূর্যকুমার যাদবও ৭ রানে আউট হন।


একপ্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন পান্ট। তাকে ৪২ রানে পরাস্ত করেন মোহাম্মদ আমির। পরের বলে জাদেজাকেও ফেরান এ পেসার। হার্দিক পান্ডিয়াসহ কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। সবাই আসা যাওয়ার মাঝেই ব্যস্ত ছিলেন।


ভারতকে নাস্তানাবুদ করার দিনে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ ও নাসিম সাহ। দুজনই তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ আমির দুটি ও শাহিন শাহ আফ্রিদি একটি করে উইকেট নেন।

Comments

Popular posts from this blog

এবার নতুন লক্ষ্য সাকিব-লিটনদের

টাইগারদের কাছে হারের কারণ যাকে দুষলেন হাসারাঙ্গা

রক্ত ঝরানো দর্শকের উদ্দেশ্যে যা বললেন: তাওহীদ হৃদয়