ডাক মারলেন সৌম্য সরকার



 টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে লংকানদের অল্পেই আটকে রেখেছে টাইগাররা। তবে রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছেন সৌম্য সরকার।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে এক উইকেটে ৩ রান করেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৪ রান করেছে শ্রীলংকা।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ধনঞ্জয় ডি সিলভার করা প্রথম ওভারেই আউট হন সৌম্য। দুই বল খেলে ডাক মারেন এ ব্যাটার। তামিমের সঙ্গে লিটন এখন ব্যাট করছেন।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ইনিংসের তৃতীর ওভারে আক্রমণে এসেই ১০ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তাসকিন আহমেদ।

ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই তিনে নামা কামিন্দু মেন্ডিসকে তানজিম সাকিবের তালুবন্দী করেন মুস্তাফিজুর রহমান। কামিন্দু করেন ৪ রান। একপ্রান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন নিশাঙ্কা। মুস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন এ ওপেনার। এর আগে ৪৭ রান করেন তিনি।

দলীয় শতকের পর ব্যাটিং ধসের মুখে পড়ে শ্রীলংকা। শেষ ছয় ওভারে দুর্দান্ত বোলিং নৈপুণ্য উপহার দেন টাইগার বোলাররা। এ সময় মাত্র ২৪ রান করতে পারে লংকানরা। যার শুরুটা হয় ধনঞ্জয় ২১ রানে ফেরার মধ্য দিয়ে।

লংকানদের অন্যদের ভেতর চারিথ আসালঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৬ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান তিনটি, তাসকিন দুটি ও তানজিম সাকিব একটি করে উইকেট শিকার করেন।

Comments

Popular posts from this blog

এবার নতুন লক্ষ্য সাকিব-লিটনদের

টাইগারদের কাছে হারের কারণ যাকে দুষলেন হাসারাঙ্গা

রক্ত ঝরানো দর্শকের উদ্দেশ্যে যা বললেন: তাওহীদ হৃদয়