সুন্দরবনে সাঁতরে খাল পার হতে গিয়ে কুমিরের আক্রমণে একজনের মৃত্যু
বাগেরহাটের সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে সাঁতরে খাল পাড়ি দেওয়ার সময় কুমিরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল কুমির প্রজননকেন্দ্রের সামনের খালে এ ঘটনা ঘটে।
নিহত মোশারেফ হোসেন ওরফে মুসা গাজী (৫৩) খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের প্রয়াত আমির আলী গাজীর ছেলে।
স্থানীয়দের বরাতে করমজল কুমির প্রজনন ও ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সম্প্রতি সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। শনিবার কোনো এক সময়ে মোশারেফ গাজীসহ চারজন সাঁতরে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেন। দুপুরের দিকে তারা আবার সাঁতরে খাল পাড়ি দিয়ে ফিরে আসছিলেন।
“এ সময় মোশারেফকে কুমির আক্রমণ করে। তিনি চিৎকার করে পাশে থাকা তার সহকর্মীদের বিষয়টি জানান। তখন অন্যরা নিজেদের বাঁচাতে দ্রুত সাঁতরে তীরে উঠে যান। তারা তীরে উঠে লাঠিসোঁটা নিয়ে কুমিরের অবস্থান বোঝার চেষ্টা করেন।”
আজাদ কবির বলেন, “প্রায় দুই ঘণ্টা পর অনেক খোঁজাখুঁজি করে মোশারেফকে খালের ভেতর থেকে উদ্ধার করে সঙ্গীরা বাড়িতে নিয়ে যায়। তার শরীরে দুয়েকটি স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে।”
তিনি বলেন, “পানিতে কুমিরের সঙ্গে ধস্তাধস্তিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মধু অথবা কাঁকড়া আহরণে গিয়ে থাকতে পারে।”
Comments
Post a Comment