Posts

Showing posts from June, 2024

ম্যাচ হেরে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন হৃদয়

Image
  নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান করাটা অনেক কঠিন। সেটা এতটাই কঠিন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুই দাপুটে ব্যাটসম্যান ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেনের ব্যাটও কথা বলে না। বাংলাদেশের বিপক্ষে কাল ওয়ানডে মেজাজে খেলে মিলার করেছেন ৩৮ বলে ২৯, হাইনরিখ ক্লাসেন ৪৪ বলে করেছেন ৪৬ রান। ক্লাসেন তো এমন ইনিংস খেলে ম্যাচসেরাই হয়েছেন। এমন উইকেটে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। অথচ এখানেই কিনা ‘আম্পায়ারের ভুলে’ কাল চারটি রান পায়নি বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ হেরেছেও ৪ রানে। বাংলাদেশের দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে রাখঢাক না করেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাটি ম্যাচের ১৭তম ওভারের। পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগেই অবশ্য এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপর মাহমুদউল্লাহ রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করেনি। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেওয়ার পর বল ডেড হয়ে যাওয়ায় লেগ বাই হিসেবে ৪ রান পায়নি বাংলাদেশ। এ নিয়ে হৃদয় বলেছেন, ‘সত্যি বলতে, সেটি ভা...

শেষ পর্যন্ত তীরে এসে তরী ডোবল টাইগারদের

Image
  বল হাতে দক্ষিণ আফ্রিকাকে অল্পেই বেঁধে ফেলার পর জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে আরো একবার তীরে এসে তরী ডুবিয়েছে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচটি হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ছয় উইকেটে ১১৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের জয় ৪ রানে। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। কেশভ মহারাজের করা প্রথম বল হয় ওয়াইড। পরের বলে আসে ১ রান। দ্বিতীয় বলে ২ রান নেন জাকের। তৃতীয় বলে আউট হন তিনি। তিন বলে ৭ রান প্রয়োজন, এ অবস্থায় লেগ বাই থেকে আসে ১ রান। পঞ্চম বলে রিয়াদ আউট হলে লক্ষ্য দাঁড়ায় এক বলে ৬ রান। সেই বলে ১ রানের বেশি নিতে পারেননি তাসকিন আহমেদ। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। দলের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাদাকে দুই বলে টানা দুটি চার হাঁকান তামিম। তবে তার করা ওভারের শেষ বলে উইকেটের পিছে ধরা পড়েন এ ওপেনার। শুরুতেই উইকেট হারানোর পর দলের ...

রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে হারাল ভারত

Image
  নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অভিযোগের অন্ত নেই। নতুন তৈরি স্টেডিয়ামটিতে প্রথম ম্যাচ থেকে রান করতে হাঁসফাঁস করছেন ব্যাটাররা। ব্যতিক্রম হলো না গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচও। বোলাররাই রাজত্ব করলেন ম্যাচজুড়ে। আর তাতে শেষ হাসি ভারতের। অথচ বোলারদের দাপটে ভারতকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু এই রান তাড়া করতে গিয়েও তালগোল পাকিয়ে শেষ পর্যন্ত ম্যাচটাই হেরে গেছে পাকিস্তান।  চতুর্থ ব্যাটার হিসেবে মোহাম্মদ রিজওয়ান যখন আউট হয়ে ফিরছেন, পাকিস্তানের রান তখন ৮০। শেষ ৩৬ বলে ছয় উইকেটে জয়ের জন্য ৪০ রান দরকার ছিল পাকিস্তানের। আরো তিন উইকেট হারিয়ে ছয় রান দূরে থাকতে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের পক্ষে তিনটি উইকেট নেন জসপ্রিত বুমরাহ। দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়ে কোণঠাসা ছিল পাকিস্তান। চতুর্দিক থেকে স্রোতের মতো ধেয়ে আসছিল সমালোচনা। ভারতের বিপক্ষে ছয় রানের হার নিশ্চিতভাবেই আরো ভারি করবে পাকিস্তানের ড্রেসিংরুম। ম্যাচটা একচ্ছত্র ফেভারিট হিসেবেই শুরু করেছিল ভার...

পাকিস্তানের বোলিং তোপে অল আউট ভারত

Image
  ভারত-পাকিস্তান লড়াই মানেই আলাদা উত্তেজনার পরশ। যুক্তরাষ্ট্রে চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যেখানে আগে ব্যাট করতে নেমে অল্পেই অল আউট হয়ে গেছে টিম ইন্ডিয়া। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ১৯ ওভারে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে ভারত। আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসিম খানের করা প্রথম বলেই চার হাঁকান কোহলি। তবে এক বলের ব্যবধানে আউট হন তিনি। পরের ওভারে শাহিন শাহ আফ্রিদির শিকার হন ১৩ রান করা রোহিত শর্মা। তৃতীয় উইকেটে ৩৯ রান যোগ করেন আক্সার প্যাটেল ও রিশাভ পান্ট। ২০ রানে আক্সার ফেরার পর সূর্যকুমার যাদবও ৭ রানে আউট হন। একপ্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন পান্ট। তাকে ৪২ রানে পরাস্ত করেন মোহাম্মদ আমির। পরের বলে জাদেজাকেও ফেরান এ পেসার। হার্দিক পান্ডিয়াসহ কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। সবাই আসা যাওয়ার মাঝেই ব্যস্ত ছিলেন। ভারতকে নাস্তানাবুদ করার দিনে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ ও নাসিম সাহ। দুজনই তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ আমির দুটি ও শাহিন শাহ আফ্রিদি এ...

বাংলাদেশকে বিশ্বকাপের সুপার এইটে যেভাবে দেখছেন সুজন

Image
 ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ফলে এখন তাদের সামনে হাতছানি দিচ্ছে সুপার এইটে ওঠার সুযোগ। দেশ ছাড়ার আগেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে দুজনেই বলেছিলেন দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) খেলার লক্ষ্যের কথা। যদিও এরপর তারা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজে হেরে ব্যাকফুটে চলে যায়। সে অবস্থায় লঙ্কানদের বিপক্ষে জয়টা আশা জোগাচ্ছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজকেও। গতকাল শনিবার মিরপুরে বিসিবির এই পরিচালক বলেন, ‘জয় তো জয়ই। টেবিলের তিন নম্বরে আছি, এক ম্যাচে দুই পয়েন্ট নিয়ে। তবে যদি আপনি যদি বলেন…তৃপ্তির জয় না। অবশ্যই এর চেয়ে ভালোভাবে পার হয়ে যাওয়া উচিৎ ছিল আমাদের। সেই দলই আমরা, এর চেয়েও ভালো দল। আমি মনে করি ১২৫ রান অতিক্রম করতে গিয়ে আমাদের এতো কষ্ট করা দরকার ছিল না।’ সুজন বলেন, ‘যেহেতু আমরা একটু চাপে ছিলাম। আমেরিকার সঙ্গে দুটি ম্যাচ হারলাম, ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটাও শেষ করতে পারিনি (জয় দিয়ে)। অবশ্যই আমাদের ব্যাটিং গ্রুপ একটু চাপে ছিল। লিটন, সৌম্য, শান্তকে নিয়ে অনেক কথা হচ্ছিল। চাপে ছিল যে এটা ওদের চেহারা ...

ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে খেলায় পার্থ্যক্য গড়ে দিতে পারেন যারা

Image
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সফর বন্ধ এক যুগের বেশি সময়। তবে বৈশ্বিক প্রতিযোগিতায় ঠিকই তাদের সাক্ষাৎ হয়। আজ রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে দুদল। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচের আগে দুদলই গ্রুপ পর্বে একটি করে ম্যাচ খেলেছে। ভারত আয়ারল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে হেরে অঘটনের শিকার হয়েছে। এ ম্যাচের আগে দুদলের বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে ফোকাস থাকবে। যারা খেলায় পার্থ্যক্য গড়ে দিতে পারেন। বিরাট কোহলি বনাম মোহাম্মদ আমির: টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত বিরাটকে আউট করতে পারেননি আমির। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত বিরাটকে দুবার আউট করেছেন তিনি। দুবারই ওয়ানডে ক্রিকেটে। একবার ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে। সেবার আমির একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলকে। আর একবার ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে বিরাটের উইকেট নেন আমির। আর আমিরের বিপক্ষে খেলা ৬০ বলে বিরাট করেছেন মাত্র ৫৬ রান। মেরেছেন সাতট...

মাহমুদউল্লাহকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অবজ্ঞা, নিয়ে যা বললেন হার্শা।

Image
 শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে। টস হেরে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান স্কোর বোর্ডে জমা করে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯ ওভারে ১২৫ রান তুলো বাংলাদেশের জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ। ফলে ২ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। জয়ের পর মাহমুদউল্লাহকে জড়িয়ে ধরে চন্ডিকা হাথুরু সিংহ। খানিক বাদে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও দিয়েছেন বাংলাদেশের এই ম্যাচ জয়ের নায়ক। দুজনের অভিব্যক্তিই বলে দিচ্ছিল লঙ্কানদের বিপক্ষে এই জয় কতটা স্বস্তি দিচ্ছে বাংলাদেশের ড্রেসিং রুমে। বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মত ছোট দলের কাছে হেরে বাংলাদেশের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই জয় জন্য আরাধ্য এক স্বপ্ন জয়ের মতো। এই ম্যাচে ক্ষণে ক্ষণে ছিল নাটকীতা। এই জয়ে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। নায়কের ভূমিকায় ধাপে ধাপে হাজির হ...

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চাকরির সুযোগ

Image
  বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জনবল নিয়োগে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চাকরির সুযোগ পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বয়স: ৩০ জুন ২০২৪ তারিখে ৪০ বছর বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫) আবেদন প্রক্রিয়া: পূর্ণ জীবনবৃত্তান্ত (নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক) সদ্য তোলা পাসপো...

শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ জিতেই আইসিসির কাছ থেকে বিশাল অংকের টাকা পাবে বাংলাদেশ !

Image
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে। টস হেরে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান স্কোর বোর্ডে জমা করে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯ ওভারে ১২৫ রান তুলো বাংলাদেশের জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ। ফলে ২ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ধনাঞ্জয়া ডি সিলভার বলে ডাক মারেন সৌম্য সরকার। ৬ বলে ৩ রান করা তামিমকে ফেরান নুয়ান থুসারা। নিজের তৃতীয় ওভারে ১৩ বলে ৭ রান করা নাজমুল হোসেন শান্তকে ফেরান নুয়ান থুসারা। তবে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন তাওহীদ হৃদয়। ২০ বলে ৪০ রান করে হাসারাঙ্গার বলে কাটা পড়েন তিনি। ঐ ওভারে পর পর তিন বলে ৩ ছক্কা মারেন তাওহীদ হৃদয়। তবে ৪র্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। বাংলাদেশের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিটন দাস। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন দাস। ৩৮ বলে ৩৬ রান ক...

যে কারণে ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে দুশ্চিন্তায় ভারত

Image
  ভারত-পাকিস্তানের ম্যাচ,  ম্যাচে জয় পাওয়াটা শুধু মর্যাদাকরই নয়, সুপার এইটে ওঠার জন্যও গুরুত্বপূর্ণ। আর এমন ম্যাচের আগে কিনা চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা! আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। গতকাল একই মাঠে নেট অনুশীলনে ব্যাটিং করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। আঙুলে ব্যথা পাওয়ার পর হাত থেকে গ্লাভস খুলে ফেলেন ভারত এই অধিনায়ক। পাশে থাকা দলের মেডিকেল বিভাগের কর্মকর্তা ও ফিজিও ছুটে যান তার কাছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে রোহিতের চোটে ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তায় পড়ার যথেষ্ট কারণও আছে। তিন দিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বল লাগায় হাতে ব্যথা পেয়েছিলেন রোহিত। যে কারণে মাঠও ছেড়ে যেতে হয়েছিল তাঁকে। এখন আবার আঙুলে। তবে গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। কারণ, পরেও অনুশীলন চালিয়ে গেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভারতের জন্য যে কোনো সময়ই মর্যাদার লড়াই। তবে যুক্তরাষ্ট্রের কারণে এবারের লড়াইয়ে বাড়তি মাহাত্ম্য যোগ হয়েছে। ‘এ’ গ্রুপে যু...

এবার নতুন লক্ষ্য সাকিব-লিটনদের

Image
  শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে পাওয়া জয়ের পর বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। এবার নতুন লক্ষ্য সাকিব আল হাসান, লিটন দাসদের। বিশ্বকাপের পরবর্তী ম্যাচ খেলতে ডালাস থেকে এবারের গন্তব্য নিউ ইয়ার্ক। সেখানে ১০ জুন বাংলাদেশ সময় রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় ডালাস থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরবেন নাজমুল হোসেনরা। ৫ ঘণ্টার যাত্রা-ধকল কাটাতে আজ আর অনুশীলনের কোনো সূচি রাখেনি বাংলাদেশ দল।  নিউ ইয়ার্ক যাওয়ার আগে সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনায় বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান জানান, শ্রীলঙ্কার বিপক্ষে জয় কতটা গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে।  তানজিদ বলেন, 'জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে। শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখার দিনে মাত্র ১৭ রান খরচায় তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার বোলিংয়ে এসে প্রথম বলেই তুলে নেন উইকেট। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার ল...

সুন্দরবনে সাঁতরে খাল পার হতে গিয়ে কুমিরের আক্রমণে একজনের মৃত্যু

Image
  বাগেরহাটের সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে সাঁতরে খাল পাড়ি দেওয়ার সময় কুমিরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল কুমির প্রজননকেন্দ্রের সামনের খালে এ ঘটনা ঘটে। নিহত মোশারেফ হোসেন ওরফে মুসা গাজী (৫৩) খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের প্রয়াত আমির আলী গাজীর ছেলে। স্থানীয়দের বরাতে করমজল কুমির প্রজনন ও ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সম্প্রতি সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। শনিবার কোনো এক সময়ে মোশারেফ গাজীসহ চারজন সাঁতরে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেন। দুপুরের দিকে তারা আবার সাঁতরে খাল পাড়ি দিয়ে ফিরে আসছিলেন। “এ সময় মোশারেফকে কুমির আক্রমণ করে। তিনি চিৎকার করে পাশে থাকা তার সহকর্মীদের বিষয়টি জানান। তখন অন্যরা নিজেদের বাঁচাতে দ্রুত সাঁতরে তীরে উঠে যান। তারা তীরে উঠে লাঠিসোঁটা নিয়ে কুমিরের অবস্থান বোঝার চেষ্টা করেন।” আজাদ কবির বলেন, “প্রায় দুই ঘণ্টা পর অনেক খোঁজাখুঁজি করে মোশারেফকে খালের ভেতর থেকে উদ্ধার করে সঙ্গীরা বাড়িতে নিয়ে যায়। তার শরীরে দুয়েকটি স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে।” তিনি বলেন, “পানিতে...

ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর

Image
  এবার ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা পাঁচদিনের ছুটি। আগামী ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (৮ জুন) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আরবি এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা। সেই হিসাবে ১৭ জুন (সোমবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রোব, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে। তারা ছুটি কাটাবেন ১৮ জুন পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধারণত ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়েন। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ফাঁকা হয়ে যায়। যে সরকারি কর্মকর্তা-কর্মচার...

রক্ত ঝরানো দর্শকের উদ্দেশ্যে যা বললেন: তাওহীদ হৃদয়

Image
  চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচে ২ উইকেটের জয়ে শুরুটা দুর্দান্ত করেছে নাজমুল হোসেন শান্তর দল।  এই ম্যাচেই তাওহীদ হৃদয়ের একটি ছক্কায় রক্তাক্ত হয়েছেন এক বাংলাদেশী সমর্থক। ম্যাচের পর সেই সমর্থকের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন তাওহীদ।  আজ শনিবার (৮ জুন) ম্যাচের পর হোটেলে ফিরে তাওহীদ জানতে পারেন তার হাঁকানো একটি ছক্কা গিয়ে লেগেছে এক বাংলাদেশী সমর্থকের পায়ে। তাতে বেশ ভালোই আঘাত পেয়েছেন সেই সমর্থক। হাঁটুর নিচে রক্তের দাগও দেখা গেছে। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই সমর্থকের উদ্দেশে একটি পোস্ট লিখেন বাংলাদেশী ব্যাটার পোস্টে তাওহীদ লিখেন, ‘ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে।’ ‘প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো  হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় ত...

বাংলাদেশের জয়ের দিনে সাকিবকে ছাড়িয়েও গেলেন রশিদ

Image
  টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৮৪ রানে বিধ্বস্ত করে অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান। এমন জয়ে নিশ্চয়ই খুশিতে আত্মহারা হয়ে আছেন রশিদ খান। শুধু অধিনায়ক হিসেবে নয় বোলার হিসেবেও অবদান আছে তার। কিউইদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার পেছনে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। আর তাতেই নাম লেখালেন বিশ্বরেকর্ডে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে চার বা এর অধিক উইকেট নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১২৩ ম্যাচের  ভেতর  ৮ ম্যাচে ৪ বা এর বেশি উইকেট শিকার করেছেন তিনি।  আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সাকিবের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন রশিদ। তবে আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন এই লেগ স্পিনার। টি-টোয়েন্টিতে ৪২৪ ইনিংসের ভেতর ১৭ ইনিংসে ৪ বা এর অধিক উইকেট নিয়েছেন তিনি। সেখানে সাকিব এমন কীর্তি গড়েছেন ১৬ বার। তিনে আছেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা (১৫)। বিশ্বকাপ  ইতিহাসে অধিনায়ক হিসেবে এক ইনিংসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন রশিদ। ছাড়িয়ে যান সাবেক কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টরি ও ওমানের জিশান মাস...

টাইগারদের কাছে হারের কারণ যাকে দুষলেন হাসারাঙ্গা

Image
  শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে ২ উইকেটের কষ্টার্জিত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। রিশাদ হোসেনের তোপের পর তাওহিদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের ইনিংসের উপর ভর করে শেষের শঙ্কা উড়িয়ে জয় পেয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারের পর আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশের কাছেও হারলো শ্রীলঙ্কা। ম্যাচ পরবর্তী বক্তব্যে নিজেদের হারের কারণ ব্যাখ্যা করেছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার এই হারের পেছনে নিজেদের ব্যাটিংকেই দায়ী করেছেন। তিনি মনে করছেন, ব্যাটিংয়ের শুরুটা যেভাবে হয়েছিল, শেষটা সেভাবে করতে পারেনি লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিস আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৩ রান করে শ্রীলঙ্কা। আর শেষ পর্যন্ত ব্যাট করে তারা তুলতে পারে কেবল ১২৪ রান। অর্থাৎ শেষ ১৪ ওভারে লঙ্কান ব্যাটাররা নিতে পেরেছেন ৭১ রান, হারিয়েছেন ৭ উইকেট। শেষ দিকের ব্যাটিং বিপর্যয়কেই নিজের হারের কারণ বলেছেন হাসারাঙ্গা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম ৮-১০ ওভারে আমাদের ব্যাটসম্যানরা সত্যিই ভালো ব্যাটিং করেছে। এরপর মধ্য ওভারগুলোতে ...

শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

Image
  লম্বা ক্যারিয়ারে অসংখ্যবার বাংলাদেশকে জেতালেও কখনও সেইভাবে লাইমলাইটে ছিলেন না তিনি। ক্যারিয়ারের পুরো সময় যিনি কাটিয়ে দিয়েছেন পার্শ্ব-নায়ক, নায়কের বন্ধু বা নিজের চিরায়ত 'বিপদের বন্ধু' খেতাব নিয়েই। বলছি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের কথা। দলের বিপদে আরও একবার যাকে দেখা গেল ত্রানকর্তার ভূমিকায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনও শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে এলো কাঙ্ক্ষিত জয়। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কম রানে লঙ্কানদের আটকে দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত লিটন দাস, তাওহিদ হৃদয়ের পর মাহমুদউল্লাহর হার না মানা ইনিংসে ভর করে জয় তুলে নেয় লাল-সবুজের দল। শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে একটি ছবি জুড়ে দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘দলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এমন জয় এসেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।’ অথচ এই রিয়াদকে নিয়ে কম নাটক হয়নি। গত ওয়ানডে বিশ্বকাপের আগে তার দলে সুযোগ পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। সেসময় দলে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করতে...

স্বপ্নীল অভিষেকে ,ম্যাচসেরা হয়ে যা বললেন রিশাদ হোসেন

Image
  বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট শিকার। সেই কৃতিত্বে খেলা শেষে হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনই স্বপ্নীল অভিষেক রিশাদ হোসেনের। বাংলাদেশি এই স্পিনারের স্পিনে যেন ঘুর্ণিপাক খেয়েছে লঙ্কান ব্যাটাররা। ঘূর্ণি জাদু দেখিয়ে রিশাদ পেয়েছেন ৩ উইকেট। বিনিময়ে ৪ ওভারে দেন মাত্র ২২ রান। শনিবার (৮ জুন) টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে দেড়শ রানের ছুটছিল শ্রীলঙ্কা। ১৪ ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০০ রান। সেটা মুহূর্তেই হয়ে যায় ৬ উইকেটে ১০৯ রান! এমন জাদুর নেপথ্যে রিশাদ। ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে চারিথ আসালঙ্কাকে আউট করেন টাইগার লেগি। পরের বলে ভানিন্দু হাসারঙ্গাকে শিকার বানিয়ে হ্যাটট্রিকের সুযোগ পান। যদিও হ্যাটট্রিক করা হয়নি রিশাদের, তবে পরের ওভারেই তৃতীয় উইকেটে দেখা পান রিশাদ। আউট করেন ধনাঞ্জয়া ডি সিলভাকে। তার এই স্পেলটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।  সেরার স্বীকৃতি পেয়ে রিশাদ বলেন, ‘আমি আমার শক্তি দিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাটট্রিক বলেও নিজেকে দমিয়ে রেখেছিলাম। শুধুমাত্র লক্ষ্য ছিল ভালো একটি ডেলিভারি...

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে লিটনকে নিয়ে যা বলেন অধিনায়ক শান্ত

Image
  আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে টস হেরে ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান স্কোর বোর্ডে জমা করে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯ ওভারে ১২৫ রান তুলো বাংলাদেশের জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ। ফলে ২ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ধনাঞ্জয়া ডি সিলভার বলে ডাক মারেন সৌম্য সরকার। ৬ বলে ৩ রান করা তামিমকে ফেরান নুয়ান থুসারা। নিজের তৃতীয় ওভারে ১৩ বলে ৭ রান করা নাজমুল হোসেন শান্তকে ফেরান নুয়ান থুসারা। তবে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন তাওহীদ হৃদয়। ২০ বলে ৪০ রান করে হাসারাঙ্গার বলে কাটা পড়েন তিনি। ঐ ওভারে পর পর তিন বলে ৩ ছক্কা মারেন তাওহীদ হৃদয়। তবে ৪র্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। বাংলাদেশের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিটন দাস। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন দাস। ৩৮ বলে ৩৬...

হৃৎপিণ্ডের পরীক্ষা নিয়ে জিতল বাংলাদেশ

Image
 টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ক্ষণে ক্ষণে রং বদলানো টানটান উত্তেজনার ম্যাচে মাত্র ২ উইকেটে জিতেছে টাইগাররা। এই জয়ে আসরে শুভসূচনা করল নাজমুল হোসেন শান্তর দল। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৪ রান করে শ্রীলংকা। জবাবে নয় উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছায় বাংলাদেশ। হাতে ছিল আরো ৬ বল। বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ধনঞ্জয় ডি সিলভার করা প্রথম ওভারেই আউট হন সৌম্য। দুই বল খেলে ডাক মারেন এ ব্যাটার। আরেক ওপেনার তামিম ৩ রানে বোল্ড হন। লিটন ও শান্ত একটু ধরে খেলার চেষ্টা করেন। তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে থুসারার দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। টাইগার কাপ্তান করেন ৭ রান। মাত্র ২৮ রানে তিন উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন লিটন ও তাওহীদ হৃদয়। দুজনে গড়েন ৬৩ রানের ম্যাচজয়ী জুটি। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দ্বাদশ ওভারে টানা তিন বলে ৩ ছক্কা হাঁকান হৃদয়। তবে পরের বলেই পরাস্ত হন তিনি। আউট হওয়ার আগে করেন ৪০ রান। এর আগে টস জিতে ফিল্ডিং করা...

ডাক মারলেন সৌম্য সরকার

Image
 টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে লংকানদের অল্পেই আটকে রেখেছে টাইগাররা। তবে রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছেন সৌম্য সরকার। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে এক উইকেটে ৩ রান করেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৪ রান করেছে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ধনঞ্জয় ডি সিলভার করা প্রথম ওভারেই আউট হন সৌম্য। দুই বল খেলে ডাক মারেন এ ব্যাটার। তামিমের সঙ্গে লিটন এখন ব্যাট করছেন। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ইনিংসের তৃতীর ওভারে আক্রমণে এসেই ১০ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই তিনে নামা কামিন্দু মেন্ডিসকে তানজিম সাকিবের তালুবন্দী করেন মুস্তাফিজুর রহমান। কামিন্দু করেন ৪ রান। একপ্রান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন নিশাঙ্কা। মুস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন এ ওপেনার। এর আগে ৪৭ রান করেন তিনি। দলীয় শতকের প...

বাংলাদেশের অনবদ্য বোলিংয়ে অল্পেই থামল শ্রীলংকা

Image
 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। সিরিজ হারের পর নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন স্কিলে কোনো সমস্যা নেই তাদের, সমস্যা মানসিকতায়। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে হলে টাইগার ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আনার বিকল্প নেই। বিশ্বকাপের আগেও তাই এ নিয়ে ছিল প্রশ্ন। বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন ক্রিকেটাররা বেশ ভালো অবস্তানেই আছেন।  যদিও বিশ্বকাপে প্রথম ম্যাচ হওয়ায় সবাই একটু নার্ভাস থাকবেন বলে ধারণা তার। তবে যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরা পারফরম্যান্সটা করার প্রতি জোর দিয়েছেন শান্ত। বিশ্বকাপ দলে আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। বিশেষ করে তাদের দিকেই তাকিয়ে থাকবেন বাংলাদেশ অধিনায়ক। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, 'আমার মনে হয় সবাই ভালো অবস্থানে আছে (মানসিকভাবে)। প্র্যাক্টিসে বা কীভাবে খেলতে চায় ম্যাচটা এগুলো নিয়ে মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে এটা বলতে পারি। কালকে বিশ্বকাপের প্রথম ম্যাচ। এটা সত্য সবাই একটু হলেও নার্ভাস থাকবে। আমরা কীভাবে এটা হ্যান্...

বাংলাদেশের বিপক্ষে রান করতে ধুঁকছে শ্রীলংকা

Image
  নবম টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। বল হাতে শুরুটা ভালো করেছে নাজমুল হোসেন শান্তর দল। লাল-সবুজদের বোলিং তোপে রান করতে ধুঁকছে লংকানরা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে তিন উইকেটে ৯৫ রান করেছে শ্রীলংকা। আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ইনিংসের তৃতীর ওভারে আক্রমণে এসেই ১০ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই তিনে নামা কামিন্দু মেন্ডিসকে তানজিম সাকিবের তালুবন্দী করেন মুস্তাফিজুর রহমান। কামিন্দু করেন ৪ রান। একপ্রান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন নিশাঙ্কা। মুস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন এ ওপেনার। এর আগে ৪৭ রান করেন তিনি। আজ টপ অর্ডারে খেলবেন তানজিদ তামিম, সৌম্য সরকার ও লিটন দাস। মিডল অর্ডারে শান্তর সঙ্গে আছেন সাকিব, হৃদয় ও রিয়াদ। বল হাতে একাদশে আছেন তিন পেসার। তাসকিন, মুস্তাফিজ ও শরিফুলের সঙ্গে লেগস্পিনার হিসেবে আছেন রিশাদ।